Valobasar Bangla Kobita - Love Poem Bengali- Latest Collection-ভালবাসার বাংলা কবিতা

Free Download Valobasar Bangla Kobita Photo, Love Poem Bengali Picture, ভালবাসার বাংলা কবিতা ছবি।

Valobasar Bangla Kobita - Love Poem Bengali- ভালবাসার বাংলা কবিতা - Latest Collection.png



তবুও তুমি যে আমার কাছে নিঃশ্বাসের চেয়েও অনেক বেশি প্রিয়

Rating  SMS Length  1

তোমার অবহেলা কুড়িয়ে কুড়িয়ে
ভরে গেছে আমার শাড়ির আঁচলে মোড়ানো কোচড়!
কাঁদতে কাঁদতে
জল শুকিয়ে গেছে চোখের সেই কবে।
জজন খানেক বার অভিমান করে বলেছি ফিরবোনা
ছুটবোনা মরীচিকার পেছনে।
তোমার মুখে অন্য নারীর কথায়
ঈর্ষার আগুনে পুড়েছি কতবার।
নিজেকে জ্বালিয়ে নিতে চেয়েছি
তোমার উপর প্রতিশোধ!
ভুল নদীতে ঝাঁপ দিতে গিয়ে
সরে এসেছি
একদম শেষক্ষণে!
ভাঙা আয়নায় মুখ দেখিনি
নষ্ট শামুকে পা কাটেনি
তবুও আমায় চাওনি তুমি!
কখনোই ভুল করেও বলোনি
“আমার কালো গোলাপ!”
আষাঢ়ের জলে ভিজে
চৈত্রের রোদে পুড়ে তোমার অপেক্ষায় কাটিয়েছি গত হয়ে যাওয়া বসন্ত!
তবুও তুমি যে আমার কাছে নিঃশ্বাসের চেয়েও অনেক বেশি প্রিয়
এবং আমি তোমাকে ভালোবাসি!

Added on  9 Dec '13 Posted by  ratul
Categories Valobasar Bangla kobita

তোমার অপেক্ষায়......

Rating  SMS Length  1

♥♥♥♥♥♥♥অনেকদিন হয়ে গেল তুমি চলে গেছ...
মোবাইল নাম্বার বদলে ফেলেছ...
Facebook ব্লক করে রেখেছ...
জানি আমাকে ছেড়ে ভালই আছ
তবু জানতে ইচ্ছা করছে ... ... ♥♥♥♥♥♥♥
আমি যখন কান্না করি সেই কান্না কি তোমাকে একটু স্পর্শ করে...
আমার কষ্টে কি তোমার বুকে এখনো রক্তক্ষরণ হয় ♥♥♥♥♥♥♥..
তুমি কি জানো আজ ও আমি তোমাকে আমার মনএ রেখেছি লক্ষী করে.
তুমি কি জানো আজ ঘুমের ঘোরে তোমার জন্য কেদে উঠি ♥♥♥♥♥♥♥..
তোমার কি মনে আছে শেষ দেখার কথাগুলো ..
তোমার কি মনে আছে আমার কান্না♥♥♥♥♥♥♥..
তোমার কি মনে আছে তোমার কান্না আমার জন্য ...
তোমাকে আমি ভালবাসি গতকাল থেকে বেশি আগামীকাল থেকে কম..
আর আমার ভালবাসা কখনই কমবে না তোমার জন্য♥♥♥♥♥♥♥....
আর আমার ভালবাসা শুধু তোমার জন্য... তোমার অপেক্ষায়.....

Added on  8 Dec '13 Posted by  rakib
Categories Valobasar Bangla kobita

১.
Valobasar Bangla Kobita Oviman.jpg
 ২.
         Valobasar Bangla Kobita_Tmi Nei.jpg
 ৩.
            Valobasar Bangla Kobita- Tomate Amate.jpg
 ৪.
Valobasar Bangla Kobita- Tumi amr Ke.jpg
 ৫.
Valobasar Bangla Kobita- Bonolota Sen.jpg
 ৬.
Valobasar Bangla Kobita- R prchi na Guru.jpg
 ৭.
Valobasar Bangla Kobita- He Mohajibion.jpg
 ৮.
Valobasar Bangla Kobita- Tmr Sathe Milte chay Hridoy.jpg
 ৯.
Valobasar Bangla Kobita- Tmi.jpg
 ১০.
Valobasar Bangla Kobita- Valobashi Tmk.jpg
 ১১.
Valobasar Bangla Kobita- Chithi.jpg
 ১২.
Valobasar Bangla Kobita- Tmi Dao.jpg
 ১৩.
Valobasar Bangla Kobita- Karagar.jpg

 ১৪.
Valobasar Bangla Kobita- Charpotro.jpg

Latest collection Valobasar Bangla Kobita - Love Poem Bengali- ভালবাসার বাংলা কবিতা - Read Now.

Valobasar Bangla Kobita |Love Poem Bangla|  Text SMS

সুনয়না ছায়ামানবী – 

Rating  SMS Length  1

মাঝরাতে ছায়ামানব রাতপ্রহরী আমি
ঘুমিয়ে বন্ধু আমার একান্তে হৃদয়ে
আকাশের নীল মুছে রুপালি আলো
বন্ধুগল্পে স্বপ্নমাঝে প্রদীপ তুমি জালো
যদি মেঘলা ক্ষণে আকাশের জলে
কোনো অবলা আখিজল ঝরে,
ও আমার অভিমানী কিছু অনুভুতি
জীবন থেকে হারিয়ে যেয়েও ফিরে আসে

যদি কখনো একাকী সময় কাটে
বুঝে নিও আমার অধ্যায় নিঃসঙ্গ
ইচ্ছেঘুড়ি এলোমেলো দুরে কোথাও
কোন সে সুনয়না আমায় ভালোবেসে
দুঃখের প্রহরে সুখের ছোয়ায়
বিষন্ন হৃদয়ে এক মুহূর্ত স্পর্শে
আকাশনীলা তারার মেলায় তুমি
চিরন্তন ছায়ামানবী তুমি

Added on  2 Dec '13 Posted by  জাকির হাসান
Categories Valobasar Bangla kobita

তুই কি আমার দুঃখ হবি – আনিসুল হক

Rating  SMS Length  1

তুই কি আমার দুঃখ হবি?
এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল
রুখো চুলে পথের ধুলো
চোখের নীচে কালো ছায়া।
সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।
তুই কি আমার দুঃখ হবি?
তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি?
মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি?
তুই কি আমার খাঁ খাঁ দুপুর
নির্জনতা ভেঙে দিয়ে
ডাকপিয়নের নিষ্ঠ হাতে
ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি?
একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা
কেমন যেন বিষাদ হবি।

Added on  3 Dec '13 Posted by  Amit
Categories Valobasar Bangla kobita

ঘুড়ি – জামিল আশরাফ

Rating  SMS Length  1

দেয়ালে টাঙ্গানো যে ঘুড়িটি,
তা আর উড়বে না আকাশে।
দেখতে দেখতে সাদা রঙ্গা সে
ঘুড়িটি হয়ে যাবে ফ্যাকাশে।
আস্তে আস্তে জমবে ধূলো তাতে,
এক সময় বার্ধক্যের মত চিড়
ধরে তা হয়ে যাবে ধ্বংস-নিবিড়;
এইযে দেখছেন এই ঘুড়িটি,
তা আর উড়বে না আকাশে।
কারণ, এ ঘুড়িটি যে উড়াতো
সে-ই উড়ে গেছে আকাশে।

Added on  4 Dec '13 Posted by  জামিল আশরাফ
Categories Valobasar Bangla kobita

তুমি – রাজদ্বীপ দত্ত 

Rating  SMS Length  1

দেয়ালে টাঙ্গানো যে ঘুড়িটি,
তা আর উড়বে না আকাশে।
দেখতে দেখতে সাদা রঙ্গা সে
ঘুড়িটি হয়ে যাবে ফ্যাকাশে।
আস্তে আস্তে জমবে ধূলো তাতে,
এক সময় বার্ধক্যের মত চিড়
ধরে তা হয়ে যাবে ধ্বংস-নিবিড়;
এইযে দেখছেন এই ঘুড়িটি,
তা আর উড়বে না আকাশে।
কারণ, এ ঘুড়িটি যে উড়াতো
সে-ই উড়ে গেছে আকাশে।

Added on  5 Dec '13 Posted by  Amit
Categories Valobasar Bangla kobita

পরিশিষ্ট – হাসান

Rating  SMS Length  1

দেয়ালে টাঙ্গানো যে ঘুড়িটি,
তা আর উড়বে না আকাশে।
দেখতে দেখতে সাদা রঙ্গা সে
ঘুড়িটি হয়ে যাবে ফ্যাকাশে।
আস্তে আস্তে জমবে ধূলো তাতে,
এক সময় বার্ধক্যের মত চিড়
ধরে তা হয়ে যাবে ধ্বংস-নিবিড়;
এইযে দেখছেন এই ঘুড়িটি,
তা আর উড়বে না আকাশে।
কারণ, এ ঘুড়িটি যে উড়াতো
সে-ই উড়ে গেছে আকাশে।

Added on  6 Dec '13 Posted by  হাসান
Categories Valobasar Bangla kobita

তোকে নিয়ে… এলোমেলো – হাবীব কাশফি

Rating  SMS Length  1

নিঃসঙ্গতার সাথে সখ্য গড়েছিলাম ভালোই,
তারপর…
চোখে মোটা গ্লাসের চশমা
রুক্ষ চুলের লুকোচুরি
আর তার বন্য হাসির উচ্ছলতা,
ভেবেছিলাম তোকে নিয়ে লিখবো কবিতা,
এলোমেলো বন্য কবিতা।
আগুনঝরা ফাগুনে ঝাপসা চোখে
বাসন্তি শাড়ি জড়িয়ে খুজেছিলি আমাকে
হাজারো ভীড়ের মাঝে,
রঙ্গিন বৈশাখের তপ্ত রৌদ্দুরের নিঃস্বঙ্গতায়
হারিয়ে ফেলেছি তোকে
হাজারো রঙের ভীড়ে,
ভেবেছিলাম তোকে নিয়ে লিখবো আরো একটি কবিতা
এলোমেলো রঙ্গিন কবিতা।
তোর আঙ্গুলের ফাঁকে আঙ্গুল জড়িয়ে
ইচ্ছে ছিলো কাটাবো কতো অলস দুপুর,
তুই চেয়েরবি আমার চোখে
মোটা গ্লাসের চশমার ফাকে,
ভেবেছিলাম তোকে নিয়ে লিখবো একটি কবিতা
এলোমেলো অলস দুপুরের কবিতা।
একটি বর্ষা পেরিয়ে যায়
অঝোর বর্ষনে বিষন্নতার চাদর হয়ে,
শরতের স্নিগ্ধ বিকেলে
হাটবো কি দুজন আবারো একই ধারে?
অচেনা পথের ধুলো মাড়িয়ে
আঙ্গুলের ফাকে আঙ্গুল জড়িয়ে,
সেই মোটা গ্লাসের চশমা চোখে
পাড় হবে কতো শত গোধূলী বেলা।
ভেবেছিলাম তোকে নিয়ে লিখবো গোধুলি মাখা একটি কবিতা,
শত শত কবিতা
এলোমেলো কবিতা

কিছু তুচ্ছ কবিতা।

Added on  8 Dec '13 Posted by  হাবীব কাশফি
Categories Valobasar Bangla kobita

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

Rating  SMS Length  1

আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ,
আছো তুমি হৃদয় জুড়ে।
ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম।
তেমনি তোমার নিবিঢ় চলা, মরমের মূল পথ ধরে।
পুষে রাখে যেমন কুসুম, খোলসের আবরণে মুক্তোর ঘুম।
তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে।

ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিয়ো তোমার মালাখানি, বাউলের এই মনটারে।
আমার ভিতরে বাহিরে………

Added on  8 Dec '13 Posted by  রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
Categories Valobasar Bangla kobita

ভালবাসার সময় তো নেই – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

Rating  SMS Length  1

ভালবাসার সময় তো নেই
ব্যস্ত ভীষন কাজে,
হাত রেখো না বুকের গাড় ভাজে।
ঘামের জলে ভিজে সাবাড়
করাল রৌদ্দুরে,
কাছএ পাই না, হৃদয়- রোদ দূরে।
কাজের মাঝে দিন কেটে যায়
কাজের কোলাহল
তৃষ্নাকে ছোয় ঘড়ায় তোলা জল।
নদী আমার বয় না পাশে
স্রোতের দেখা নেই,
আটকে রাখে গেরস্থালির লেই।

তোমার দিকে ফিরবো কখন
বন্দী আমার চোখ
পাহারা দেয় খল সামাজিক নখ।

Added on  8 Dec '13 Posted by  রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
Categories Valobasar Bangla kobita

কথা আছে – সুনীল গঙ্গোপাধ্যায়

Rating  SMS Length  1

বহুক্ষণ মুখোমুখি চুপচাপ, একবার চোখ তুলে সেতু
আবার আলাদা দৃষ্টি, টেবিলে রয়েছে শুয়ে
পুরোনো পত্রিকা
প্যান্টের নিচে চটি, ওপাশে শাড়ির পাড়ে
দুটি পা-ই ঢাকা
এপাশে বোতাম খোলা বুক, একদিন না-কামানো দাড়ি
ওপাশে এলো খোঁপা, ব্লাউজের নীচে কিছু
মসৃণ নগ্নতা
বাইরে পায়ের শব্দ, দূরে কাছে কারা যায়
কারা ফিরে আসে
বাতাস আসেনি আজ, রোদ গেছে বিদেশ ভ্রমণে।
আপাতত প্রকৃতির অনুকারী ওরা দুই মানুষ-মানুষী
দু‘খানি চেয়ারে স্তব্ধ, একজন জ্বলে সিগারেট
অন্যজন ঠোঁটে থেকে হাসিটুকু মুছেও মোছে না
আঙুলে চিকচিকে আংটি, চুলের কিনারে একটু ঘুম
ফের চোখ তুলে কিছু স্তব্ধতার বিনিময়,
সময় ভিখারী হয়ে ঘোরে
অথচ সময়ই জানে, কথা আছে, ঢের কথা আছে।

Added on  9 Dec '13 Posted by  mh raju esc
Categories Valobasar Bangla kobita

কথা আছে – সুনীল গঙ্গোপাধ্যায়

Rating  SMS Length  1

বহুক্ষণ মুখোমুখি চুপচাপ, একবার চোখ তুলে সেতু
আবার আলাদা দৃষ্টি, টেবিলে রয়েছে শুয়ে
পুরোনো পত্রিকা
প্যান্টের নিচে চটি, ওপাশে শাড়ির পাড়ে
দুটি পা-ই ঢাকা
এপাশে বোতাম খোলা বুক, একদিন না-কামানো দাড়ি
ওপাশে এলো খোঁপা, ব্লাউজের নীচে কিছু
মসৃণ নগ্নতা
বাইরে পায়ের শব্দ, দূরে কাছে কারা যায়
কারা ফিরে আসে
বাতাস আসেনি আজ, রোদ গেছে বিদেশ ভ্রমণে।
আপাতত প্রকৃতির অনুকারী ওরা দুই মানুষ-মানুষী
দু‘খানি চেয়ারে স্তব্ধ, একজন জ্বলে সিগারেট
অন্যজন ঠোঁটে থেকে হাসিটুকু মুছেও মোছে না
আঙুলে চিকচিকে আংটি, চুলের কিনারে একটু ঘুম
ফের চোখ তুলে কিছু স্তব্ধতার বিনিময়,
সময় ভিখারী হয়ে ঘোরে
অথচ সময়ই জানে, কথা আছে, ঢের কথা আছে।

Added on  9 Dec '13 Posted by  mh raju esc
Categories Valobasar Bangla kobita

আমার কুঁড়েঘরে – হুমায়ুন আজাদ

Rating  SMS Length  1

আমার কুঁড়েঘরে নেমেছে শীতকাল
তুষার জ’মে আছে ঘরের মেঝে জুড়ে বরফ প’ড়ে আছে
গভীর ঘন হয়ে পাশের নদী ভ’রে
বরফ ঠেলে আর তুষার ভেঙে আর দু-ঠোঁটে রোদ নিয়ে
আমার কুঁড়েঘরে এ-ঘন শীতে কেউ আসুক
আমার গ্রহ জুড়ে বিশাল মরুভূমি
সবুজ পাতা নেই সোনালি লতা নেই শিশির কণা নেই
ঘাসের শিখা নেই জলের রেখা নেই
আমার মরুভূর গোপন কোনো কোণে একটু নীল হয়ে
বাতাসে কেঁপে কেঁপে একটি শীষ আজ উঠুক
আমার গাছে গাছে আজ একটি কুঁড়ি নেই
একটি পাতা নেই শুকনো ডালে ডালে বায়ুর ঘষা লেগে
আগুন জ্ব’লে ওঠে তীব্র লেলিহান
বাকল ছিঁড়েফেড়ে দুপুর ভেঙেচুরে আকাশ লাল ক’রে
আমার গাছে আজ একটা ছোট ফুল ফুটুক
আমার এ-আকাশ ছড়িয়ে আছে ওই
পাতটিনের মতো ধাতুর চোখ জ্বলে প্রখর জ্বালাময়
সে-তাপে গ’লে পড়ে আমার দশদিক
জল ও বায়ুহীন আমার আকাশের অদেখা দূর কোণে
বৃষ্টিসকাতর একটু মেঘ আজ জমুক

আমার কুঁড়েঘরে নেমেছে শীতকাল
তুষার জ’মে আছে ঘরের মেঝে জুড়ে বরফ প’ড়ে আছে
গভীর ঘন হয়ে পাশের নদী ভ’রে
বরফ ঠেলে আর তুষার ভেঙে আজ দু-ঠোঁটে রোদ নিয়ে
আমার কুঁড়েঘরে এ-ঘন শীতে কেউ আসুক।

Added on  9 Dec '13 Posted by  mh raju esc
Categories Valobasar Bangla kobita

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post